রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে । দ্বিবার্ষিক সম্মেলনে তৃণমূলের কাউন্সিলরদের সরাসরি ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে রুহিয়া থানা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে রুহিয়া থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ জেলা, উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনের সভাপতিত্বে রুহিয়া থানা এলাকার ৬টি ইউনিয়ন যথাক্রমে রুহিয়া, আখানগর, রাজাগাঁও, রুহিয়া পশ্চিম, ঢোলারহাট ও সেনুয়া ইউনিয়নের বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোট গ্রহণ করা হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ্যাড. সারোয়ার হোসেন।
নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন সাবেক ইউপি চেয়ারম্যান ও ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জেলা বিএনপির প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ছেলে মো: জহিরুল ইসলাম রিপন। এছাড়াও সিনি: সহ সভাপতি হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক, যুগ্ম সম্পাদক হিসেবে মকবুল হোসেন এবং এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল এর নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন বিলুপ্ত কমিটির সভাপতি ও রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা কামাল এবং সাবেক ইউপি চেয়ারম্যান ও ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল জব্বার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করেন আব্দুল মালেক মানিক, মকবুল হোসেন এবং মো: জহিরুল ইসলাম রিপন।