পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আব্দুর রহমান নামে এক প্রবীণ সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসিরা হামলা চালায়।
গত সোমবার রাতে হামলা চালিয়ে ছেলে কবি আরফান আলী ও মেয়ে লাভলী আক্তারকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রবীণ সাংবাদিক রহমান আব্দুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে তার বাড়ির মুল গেটের তালা ভাঙ্গে ফেলাকে কেন্দ্র করে সরদারপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে পশিরুল ইসলাম ও তার স্ত্রী পারুল সহ করেকজন তার বাড়িতে সন্ত্রাসী হামলা চালায় এবং বাড়ির সদস্যদের বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তার ছেলে ও মেয়েকে প্রতিপক্ষরা তাদের বাড়িতে তুলে নিয়ে গিয়ে দ্বিতীয় দফায় মারপিট করে উভয়কে গুরুতর আহত করে। পশিরুল ফ্যাসিষ্ট সরকারের দোসর ছিল। এ সন্ত্রাসী হামলার বিচার চান তিনি।
এ বিষয়ে প্রতিপক্ষ পশিরুলের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি তদন্ত বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, লোকমুখে ঘটনার বিষয়টি শুনেছি, দরখাস্ত পেলে ব্যাবস্থা গ্রহন করা হবে।