ঠাকুরগাঁওয়ে উল্টো রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনী

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার মহাউৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন এর আয়োজনে পৌর শহরের গোবিন্দনগর জগন্নাথ মন্দির থেকে একটি বিশাল রথযাত্রা বের হয়।

রথযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দ নগর মুন্সিরহাট ইসকন প্রচার কেন্দ্র নামহট্ট মন্দিরে গিয়ে শেষ হয়।

তবে অন্যান্য বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভিন্ন ছিল। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এ উৎসবকে কেন্দ্র করে রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনী। সাথে ছিল পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভক্তদের নিরাপত্তার কথা ভেবে মন্দিরের ফটক থেকে শুরু করে রাস্তার প্রতিটি মোড়ে ছিল যৌথবাহিনীর অবস্থান। রথযাত্রার সাথেও ছিল সেনাবাহিনীর টহল ও নজরদারি।

রথযাত্রায় অংশগ্রহণ করেন সনাতন ধর্মের হাজার হাজার নারী ও পুরুষেরা।