ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও (পিটিআই) পরীক্ষণ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ঠাকুরগাঁওয়ের আয়োজনে প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ঠাকুরগাঁওয়ের সুপারিনটেনডেন্ট ফনি ভূষন রায়ের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন।
বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় মেধা পরীক্ষায় প্রথম স্থান দখল করে সাহিল রাজ্য নামে ক্ষুদে এক শিক্ষার্থী। তার অসাধারণ মেধা দক্ষতা দেখে প্রশংসার মাধ্যমে বিজয়ী সাহিল রাজ্যের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকেরা উপিস্থিত ছিলেন।