ঠাকুরগাঁও প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে উদযাপিত হলো স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ ২২ বছর পেরিয়ে ২৩ এ পা রাখলো জনপ্রিয় এ চ্যানেলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এনটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি লুৎফর রহমান মিঠুর আয়োজনে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এছাড়াও উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনসুর আলি, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকারসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি জন্মলগ্ন থেকেই দেশ, সমাজ ও মানুষের কথা তুলে ধরছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে। ২৩ বছরের এই পথচলায় চ্যানেলটি জাতির আস্থার প্রতীক হয়ে উঠেছে।
আলোচনা সভা শেষে কেক কেটে ২৩ বছরে পদার্পণের আনন্দ উদযাপন করা হয়।