ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিট ‘বাঁধন’-এর ৬ষ্ঠ কার্যকরী সভা সম্পন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন-এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বাঁধন”-এর ৬ষ্ঠ কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে কলেজের “বাঁধন” অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের সভাপতি মোছাঃ সুমাইয়া আক্তার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুনিকা আক্তার। সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিট রংপুর জোন-এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপদেষ্টা মোঃ সুয়েল রানা এবং মোঃ ফরহাদ হোসেন। এছাড়াও নতুন কর্মীসহ “বাঁধন”-এর সক্রিয় সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, রক্তদানের প্রক্রিয়া, সদস্যদের অংশগ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে মতামত দেন এবং সংগঠনকে আরও কার্যকরভাবে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। রক্তদানের মাধ্যমে মানবসেবায় নিয়োজিত এ সংগঠনের মূল স্লোগান— “একের রক্ত, অন্যের জীবন; রক্তই হোক আত্মার বাঁধন। সবার সম্মিলিত অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।