ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অভিযুক্ত ধর্ষক ও মাদক ব্যবসায়ী শাহাজাহান আলী গেন্দুর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার পাটিয়াডাঙ্গী বাজারে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিশু ও নারী ধর্ষক ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শাহজাহান আলী ওরফে গেন্দুর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধনে অংশ নেন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা।

ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাগাও ইউনিয়ন সাবেক সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তারা বলেন, একটি শিশুর উপরে গেন্দু যে আচরণ করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গেন্দু এলাকার একজন মাদক ব্যবসায়ী। এলাকায় সে নানা অপকর্মের সাথে জড়িত আছে। তার মতো অপরাধীরা যদি সমাজে উন্মুক্ত হয়ে ঘুড়ে বেড়ায় তাহলে সমাজে অপরাধ বাড়বে এবং নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই এই ঘটনায় গেন্দুর দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবি জানিয়েছেন বক্তারা।

এ সময় সঞ্চালনায় ছিলেন, মকলেছুর রহমানের সঞ্চালনায় সাবেক ছাত্র নেতা মকলেছুর রহমান।

গত রবিবার (৪ মে) রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা (নদীভাঙ্গা) এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর বাবা শহীদুল ইসলাম (৪০) বাদী হয়ে শাহজাহান আলী ওরফে গেন্দুর (৪৬) নামে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত শাহাজাহান আলী গেন্দুর বিরুদ্ধে তার শাস্তির দাবিতে মানববন্ধন পালন করে এলাকাবাসী।