ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে কাফনের কাপড় পড়ে ৬ দফা দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
ভূয়া, ভূয়া স্লোগানে মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপী সমাবেশ কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। সেখানেই কাফনের কাপড় পড়ে রাস্তায় শুয়ে প্রতীকী লাশের মাধ্যমে নিজেদের দাবিগুলোর প্রতি জোর দাবি করেন। পাশাপাশি কুমিল্লায় অনিশ্চিত বিক্ষোভে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
তাদের দাবিগুলো হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, পদোন্নতির বিষয়ে হাইকোর্টে রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং ২০২১ সালে রাতে নিয়োগপ্রাপ্ত ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল।
ছয় দফা দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায়, আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির অংশ হিসেবে, আজ শুক্রবার (১৮ এপ্রিল) বাদ জুমা দেশব্যাপী একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে ফিরে আবারো স্লোগান দিতে দিতে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে কর্মসূচির সমাপ্ত করেন তারা।