ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শিক্ষক দ্বারা ধর্ষনের ঘটনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নির্দেশে ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে বিএনপির পক্ষথেকে ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সব ধরণের সহযোগীতার আশ্বাস দেয়া হয় এবং ভুক্তভোগী পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
প্রয়োজনে সকল ধরনের সহযোগিতা করার কথা বলেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কামাল হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সভাপতি, মহিবুল্লাহ আবু নুর চৌধুরী,রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মোঃ আব্দুল হান্নান হান্নূ,বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুলফিকার আলী ভুট্টো প্রমুখ ।