ঠাকুরগাঁও প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে নারী উদ্যোগ ও স্বেচ্ছাসেবীদের আয়োজনে প্রবীণ পিছিয়ে থাকা অসহায় নারীদের নিয়ে ভালোবাসা, আপ্যায়ন সম্প্রীতি’র সন্ধ্যায় এক ব্যতিক্রমী ইফতার মাহফিল করেছেন “উদ্যোগ” ঠাকুরগাঁও নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (৮ মার্চ) শহরের “টাটকা” চাইনিজ রেস্টুরেন্টে ৫০ জন অসহায় নারীদের নিয়ে মতবিনিময় ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এ আয়োজন করে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।
ইফতারের পূর্বে এক আলোচনা সভায় সংগঠনটির কনভেনর ও পাবলিক রিলেশন এসোসিয়েটর ফারিহা জান্নাত রুনার সঞ্চালনায় বক্তব্য রাখেন “উদ্যোগ” সংগঠনের পরিচালক পলাশ হোসেন, কামরুজ্জামান রিফাত, সাবুরা খাতুন জান্নাতসহ অন্যান্য’রা।
এমন এক ব্যতিক্রম উদ্যোগের বিষয়ে জানতে চাইলে এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ফারিহা জান্নাত রুনা জানান, আমরা নারীদের এগিয়ে নিতে উদ্যোগ ঠাকুরগাঁও নামে সংগঠন’টি দীর্ঘদিন ধরে পিছিয়ে পরা নারীদের এগিয়ে নিতে নিরলস ভুমিকা পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ আমাদের শহরের ছিন্নমূল অসহায় মা-চাচিদে’র কে নিয়ে এই ইফতারের আয়োজন করা হয়েছে। আসলে এমন “উদ্যোগ” নিয়ে আমরা সবাই আনন্দিত। এবং তারাও খুব খুশি হয়েছেন। আমরা সব সময় নারীদের বেগমান ও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।