গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি রক্ত দিতে প্রস্তুত- ঠাকুরগাঁওয়ে শামসুজ্জামান দুদু

ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আমি ড. ইউনুসকে বলবো ভাই, আপনি ভালো লোক। একটা মর্যাদাশীল লোক। জ্ঞানী-গুণী মানুষ। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও আপনি চালের দাম কমাতে পারেন নি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে পারেননি। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে যাদের কর্মসংস্থান তিনি করতে পারেননি যেখানে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে চাকরি দেওয়ার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সহ অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি নিয়ে টানাটানি করবেন না। বিএনপি চ্যালেঞ্জের দল। যেকোন বিরূপ মুহূর্তেও বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে যত প্রাণ দিতে হয় বিএনপি দিতে প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হটবেনা।

বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুদু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের তুলনায় এখন খুবই খারাপ অবস্থা। বর্তমানে ছেলে মেয়েরা বাইরে গেলে অনেক শয়তান ভোগেন বাবা মায়েরা  সবকিছু ঠাক করতে একটি কাজ করা যায় সেটি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। যে কাজটি গত ১৬ বছরেও হয়নি।

জামায়াতসহ অন্যান্য দলের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে বিএনপির জনপ্রিয়তা অনেক। নির্বাচনে বিএনপিই ক্ষমতায় আসবে এটা দেখে তাদের সহ্য হয়না। তবে আপনাদের জন্য বিএনপির দরজা সব সময়ের জন্য খোলা আছে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, শেখ পরিবারের উদ্দেশ্যে ১৭ বছর ধরে বলছি আর বলতে ইচ্ছা করে না। হাসিনার বাপ চোর, তার ভাই চোর, তার ছেলে মেয়ে সকলেই চোর। দেশের সম্পদ এমন কোন ব্যাংক নাই যে ব্যাংক থেকে এ পরিবার চুরি করেনি। নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগের এমপি মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তদন্ত চলবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা ফয়সল আমীনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ জেলার বিভিন্ন নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *