আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে সমাবেশ ও মিছিলে মানুষের ঢল নামে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও সাধারণ পাঠাগার মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে, বাংলাদেশ জামায়াতে ইসলামি ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সাবেক জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম।

এছাড়াও আরও বক্তব্য দেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর,জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম, শহর ছাত্রশিবিরের সভাপতি আমজাদ আলী সহ উপজেলা আমীর ও সেক্রেটারি, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সভায় তারা, ইউনুস সরকারের ৬ মাস অতিক্রম হয়েছে। যারা প্রকৃত অপরাধী তাদের বিচারের আওতায় এনে এবং নিরপরাধীদের নিঃশর্ত মুক্তি দিয়ে স্বচ্ছ আইনের প্রয়োগ নিশ্চিত করার। জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *