ঠাকুরগাঁও প্রতিনিধি: হাতের প্ল্যাকার্ডে লেখা রয়েছে ‘আসুন আমরামানুষ হই,মানবতা ও পরমতসহিষ্ণুতার পক্ষে আমাদের এই অভিযাত্রা। এই স্লোগানকে ধারণ করে মানবতার জন্য মার্চ শুরু করেছে হানিফ বাংলাদেশী।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন অফিস আদালতের সামনে, পাবলিক প্লেসে এই সচেতনতামূলক প্রচারণা চালান তিনি। ৬৪ জেলায় প্রদক্ষিণ করে মার্চে টেকনাফে গিয়ে তার কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে। এই দীর্ঘ পথ তার দুই সহযোগীকে নিয়ে শুরু করেছেন এই অভিযাত্রা।
কর্মসূচি সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, বাংলাদেশে ক্রমানয়ে অমানবিক রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। মানুষ রাষ্ট্র পরিবর্তন করতে চায় কিন্তু কেউ নিজেকে পরিবর্তন করে না। রাষ্ট্র পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হয়, সমাজ পরিবর্তন করতে হয়, তারপর রাষ্ট্র এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। সমাজে মানুষের মধ্যে দিনদিন মানবিক মূল্যবোধ কমে যাচ্ছে। মানুষের উপর মানুষের শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। দিনদিন মানুষ প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠছে। ভিন্নমত হলেই একজন অন্যজনকে কুপিয়ে পিটিয়ে হত্যা করছে। সমাজ দিনদিন অমানবিক হয়ে উঠছে। মানুষকে মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। এই কর্মসূচিতে আমি দেশবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এর আগে, রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়াতে থেকে এই কর্মসূচি শুরু করেন আলোচিত হানিফ।