বালিয়াডাঙ্গীতে প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাইমেশিন পেলেন ৪০ জন বেকার নারী

আনোয়ার হোসেন আকাশ, স্টাফ রিপোর্টার: বেকার নারীদের স্বাবলম্বী করতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪০ জন নারীকে দুই মাস প্রশিক্ষণ প্রদানের পর বিনামূল্যে সেলাইমেশিন প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে আন্তজার্তিক দাতা সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে গ্লোবাল রিলিফ ট্রাষ্টের অর্থায়নে বালিয়াডাঙ্গী পেট্রোল পাম্প সংলগ্ন ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। জমিরিয়া ইহয়াউল উলুম মাদরাসার সভাপতি আলহাজ্ব বাবর আলীর সভাপতিত্বে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ড. টিএম মাহবুবর রহমান, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মকবুল হোসেন, গ্লোবাল রিলিফ ট্রাষ্টের উত্তরাঞ্চলের প্রতিনিধি মুফতি শরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন এতে বক্তব্য দেন।

এ সময় গণউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন, জমিরিয়া মাদরাসার শিক্ষক রবিউল আউয়াল প্রমুখ এতে উপস্থিত ছিলেন। বক্তারা আন্তজার্তিক দাতা সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির এবং গ্লোবাল রিলিফ ট্রাষ্ট এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আগামীতে আরও এ ধরণের কাজ বৃদ্ধির আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *