ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁও পৌরসভাধীন বসিরপাড়া মহল্লার আজিজুল ইসলামের সন্তান আবু মুসাকে দেয়া ঋণের টাকা আদায়ে উত্তরা ব্যাংকের নিলাম বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
রোববার (১ ডিসেম্বর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ্ ও বিচারপতি ফয়েজ আহমেদ এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আদেশটি দেন।
এ ছাড়া ঐ বিজ্ঞপ্তি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন আদালত।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-কে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারী মো: আবু মুসা ও মোছাঃ বিথি খাতুনের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেম মো: ফরিদুল ইসলাম।
এর আগে গত ১৩ নভেম্বর দৈনিক নয়া দিগন্ত ও স্থানীয় দৈনিক লোকায়ন পত্রিকায় “নিলাম বিজ্ঞপ্তি” শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। উত্তরা ব্যাংক পিএলসি, ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক নিলাম সম্পন্ন করার জন্য রিট আবেদনকারীর এলাকায় মাইকিং করেন।