পুকুরে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুদরত আলী, রু হিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে শিশু  সুমন ইসলাম  (৭) পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে  রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের বড়দেশ্বরী পুরাতন আশ্রয় কেন্দ্র  এ ঘটনা ঘটে।

নিহত সুমন ইসলাম  খড়ি বাড়ি  (বড়দেশ্বরী পুরাতন আশ্রয় কেন্দ্র) গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং বড়দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের বরাত দিয়ে রাজাগাঁও  ইউনিয়ন পরিষদের  (ইউপি) সদস্য শাহাদাৎ হোসেন  জানান, দুপুরে শিশুটি বাড়ির বাইরে ফুটবল খেলছিল। বল খেলার সময় বাড়ির পাশে নিমুহা  পুকুরের পানিতে পড়ে যায়। তখন সে পুকুর থেকে বল তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। শিশুটি দেখতে না পেয়ে খুঁজতে থাকে পরিবারের লোকজন। পরে বিকেল ২টার দিকে পরিবারের সদস্যরা ভাসমান অবস্থায় শিশুটিকে  উদ্ধার করে।

রুহিয়া  থানার  অফিসার ইনচার্জ শহিদুর রহমান  শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি  অপমৃত্যুর মামলা হয়েছে।