ইকবাল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অন্তর রায় বর্মন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত অন্তর রায় একই ইউনিয়নের ধ্বনিপাড়ার বীরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।
মাগুড়া ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় জানান, বড় ব্রিজ এলাকায় দুর্ঘটনার সময় শব্দ শুনে ঘটনাস্থলে যান আশপাশের লোকজন। সেখানে শিশুটিকে স্কুলের পোশাক পরিহিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পাশে একটি সাইকেল পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও পুলিশে খবর দেওয়া হয়।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।