জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এলাকাবাসী।
গত বুধবার (২ অক্টোবর) রাতে হোসেনগাঁও দাখিল মাদ্রাসার সামনে দিয়ে একটি ভ্যান যোগে বস্তায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটিকে আটক করে।
পরে বস্তা ভর্তি প্যারেক মারা বাঁশের লাঠি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বর্তমানে সেই এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।স্থানীয়রা জানায়, অস্ত্র উদ্ধারের সময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি পালিয়ে যায়।স্থানীয়রা আরও ধারণা করছেন এলাকায় কোন বড় ধরণের আতংক বা নাশকতা সৃষ্টির জন্যই এসব দেশীয় অস্ত্র তৈরি করেছে।
এ বিষয়ে হোসেনগাঁও গ্রামের সহকারী শিক্ষক মোবারক হোসেন জানান, প্রতিটি বাঁশের লাঠিতে একপাশে ৭/৮ টি করে লোহার প্যারেক ঢুকানো রয়েছে। বড় ধরনের একটি গণ্ডগোল করানোর উদ্দেশ্যে কে বা কাহারা অস্ত্র গুলো তৈরি করে নিয়ে আসছিল। পথি মধ্যে এলাকাবাসীরা ভ্যান চালক ও তার সাথে থাকা আরো একজনকে আটক করে।
পরে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাদের পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা বলেন, এলাকাবাসীরা অস্ত্র গুলো উদ্ধার করে আজ সকালে থানায় নিয়ে আসে। এলাকাবাসীর পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।