আ’লীগের দাপট দেখিয়ে ঠাকুরগাঁওয়ে জমি ভোগদখলসহ প্রতারণার অভিযোগ

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে মৃত মোহাম্মদ আলীর প্রায় ১৪ একর জমি অবৈধভাবে ভোগদখলসহ প্রতারণার অভিযোগ উঠেছে সদর উপজেলার হরিনারায়নপুরের নুরুল হকের চার ছেলে আব্দুল মান্নান, নুরুজ্জামান, শামসুজ্জামান ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

একই এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে মহসিনা বেগম ও তার বোন মৃত হাসিনা বেগমের ছেলে মাবুদ বকস্ সহ ওয়ারিশেরা এ অভিযোগ করেন।

অভিযোগ করে মৃত মোহাম্মদ আলীর মেয়ে মহসিনা বেগম বলেন, আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে দীর্ঘদিন ধরে আমার বাবার সব সম্পত্তি আব্দুল মান্নান, নুরুজ্জামান, শামসুজ্জামান, বাবুল হোসেন ও আনোয়ার হোসেন জোরপূর্বকভাবে ভোগদখল করে আসছেন। আমার বাবার সম্পত্তির ওয়ারিশ আমরা। কিন্তু আমার ভাই না থাকায় আমরা মেয়ে মানুষ হওয়ায় দুর্বলতার সুযোগ নিয়ে তারা দীর্ঘদিন জমিগুলো ভোগদখল করছেন। তাদের সাথে এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের নানাভাবে হুমকি দেন এমনকি স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের লেলিয়ে দেন আমাদের পিছনে।

মৃত মোহাম্মদ আলীর নাতি মাবুদ বকস্ বলেন, আমি ছোটবেলায় দেখেছি আমার নানার অনেক জমি ছিল। কিন্তু তিনি মারা যাওয়ার পরে আওয়ামী লীগের ক্ষমতার দাপটে তারা আমার নানার সব জমিগুলো দখল করে নেয়। আমি বড় হওয়ার পরে আমাদের দাবি নিয়ে তাদের কাছে গেলে তারা আমাদের আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এমনকি কয়েকমাস আগে আমার মা হাসিনা বেগম মৃত্যুসজ্জায় থাকাকালীন সময়ে তারা চক্রান্ত করে আমার মায়ের কাছ থেকে ৭ শতক জমি ৮ লক্ষ টাকা দিয়ে কিনে নেওয়ার কথা বলে ৩ একর ২৭ শতক জমি না দাবি পত্রে গোপনে টীপ সই নেন। বিষয়টি জানতে পেরে তাদের সাথে কথা বলতে গেলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেন। আমার মা পড়াশোনা জানতো না তারা এ সুযোগে আমার মায়ের সাথে প্রতারণা করেছে। আমরা যারা ওয়ারিশ আছি আমাদের ন্যায্য পাওনার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোন সুরাহা পাইনি।

এমনকি সম্পদের ওয়ারিশ নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে মৃত মোহাম্মদ আলীর একমাত্র ছেলে নবাব ও তার ভাগিনা মিন্টু কে পরিকল্পিতভাবে গুম করেছে আব্দুল মান্নান, নুরুজ্জামান, শামসুজ্জামান, বাবুল হোসেন ও আনোয়ার হোসেনসহ তার সহযোগীরা এমনও অভিযোগ করেন মৃত মোহাম্মদ আলীর মেয়ে ও নাতিরা।

এ বিষয়ে একাধিক স্থানীয় ব্যক্তিরা জানান, বর্তমানে মোহাম্মদ আলীর যারা ওয়ারিশ তারা এখানে জমি পাবে এতটুকু আমরা জানি। যে জমিগুলো এই এলাকার মান্নানসহ ওরা ৪ ভাই দখল করার পরে বিভিন্ন লোকের কাছে বর্গা দিয়ে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তবে তারা কতটুকু জমি পাবে তা সঠিক বলতে পারছিনা বলে জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে কথা বলার চেষ্টা চালিয়ে জানা যায় তারা সকলেই বর্তমানে আমেরিকান প্রবাসী। তাই তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *