আনোয়ার হোসেন আকাশ, স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) গণঅধিকার পরিষদকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও ট্রাক প্রতীক দেয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আনন্দ মিছিল হয়েছে।
শনিবার (৭ সেপ্টেমবর) বিকেল ৪ টায় তারুণ্য নির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণঅধিকার পরিষদের ব্যানারে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কর্মীরা
পৌরশহরের রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে এসে মিলিত হন। ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিতি ছিলেন গণঅধিকার পরিষদের জেলা আহ্বায়ক এডভোকেট শফিকুল ইসলাম শিমুল, জেলা যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, সিনিয়র যুগ্ন সদস্য সচিব মানিকুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব মোকাম্মাল হোসেন, রাণীশংকৈল উপজেলা আহবায়ক অধ্যাপক আব্দুল হান্নান, সদস্য সচিব মাওলানা আব্দুল গফফার, সদস্য সচিব হরিপুল উপজেলা জামাল হোসেন প্রমুখ।
এছাড়া এই আনন্দ মিছিলে ছাত্র,যুব, শ্রমিকসহ গণঅধিকার পরিষদের অঙ্গ-সংগঠনের সমর্থক ও নেতাকর্মীরা অংশ নেয়।
নেতাকর্মীরা সবাই রাণীশংকৈল উপজেলা তথা দেশকে দুর্নীতি মুক্ত, সুশাসনের দেশ গড়ার অঙ্গীকার করেন।