গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ার পঞ্চগড়ে শহীদী মার্চ অনুষ্ঠিত

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদী মার্চ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের জজকোর্ট এলাকা থেকে গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্বরনে ছাত্র-জনতার একটি বিক্ষোভ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক হয়ে শহরের চৌরঙ্গী এলাকায় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পঞ্চগড় গোলচত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এম.এ আব্দুল বারি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার প্রধান সমন্বয়ক ফজলে রাব্বি, সমন্বয়ক মখলেছুর রহমান সান, মুরাদ হাসান, সহ-সমন্বয়ক আতিক হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *