ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, তার পিতা সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, বালিয়াডাঙ্গীতে এ মামলাটি দায়ের করেন বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম (বাবুল)।
মামলার বিবরণে জানাযায়, ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুল ইসলাম বাবলু বালিয়াডাঙ্গী থানার বেউরঝাড়ী মৌজায় ৩ হাজার ১৪৫ দশমিক ৫৯ শতক জমি বিভিন্ন কবলা দলিল মূলে ও আমমোক্তার নামামূলে প্রাপ্ত হয়ে ভোগদখলে ছিলেন। উল্লেখিত জমি ক্রয়ের পর থেকেই মামলার আসামীগণ হাবিবুল ইসলাম বাবলুর নিকট ১০ কোটি টাকা চাঁদা দাবি করে আসছিল। এ অবস্থায় গত ১০ আগষ্ট জমিতে হাবিবুল ইসলাম বাবলু গেলে আসামীগণ চাঁদার টাকা না দিলে জমি জবর দখলের ভয় দেখিয়ে বাদীকে মারপিট, খুন, জখম করার জন্য উদ্যত হলে বাদী চিৎকার শুরু করে। এ সময় আশ পাশের মানুষজন এগিয়ে এলে আসামীগণ ১০ কোটি টাকা চাঁদা না দিলে জমির দখল পাওয়া যাবে না এবং যারা জমিতে আসবে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ মামলায় ঠাকুরগাও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন (৪৫), তার পিতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম (৭৮), ছোট ভাই মমিরুল ইসলাম সুমন (৩৪), চাচা ও উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম (৭২), আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডঙ্গা, বোড়া বেলসারা গ্রামের মৃত শরিফ উদ্দীনের ছেলে সাদেকুল ইসলাম (৫৫), আলাউদ্দীনের ছেলে কামরুজ্জামান শামিম (৪৫), মহিষমারী গ্রামের ইসহাক আলী মাষ্টারের ছেলে হুমায়ুন কবির (৪২)সহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়।