ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

স্টাফ রিপোার্টার: ঠাকুরগাঁওয়ে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরী মাঠে ছাত্র-জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও দোয়া, দূর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা হাফিজ উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও সদর থানা শাখার সভাপতি শফিকুল ইসলাম। এছাড়াও ইসলামী আন্দোলনের ঠাকুরগাঁও জেলা শাখার হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারি আওয়ামী সরকার শেখ হাসিনা ছাত্র-জনতার গণ বিপ্লবে গণহত্যা চালিয়েছে। দেশ ছেড়ে পালিয়েও তিনি থেমে থাকেননি। ভারতে বসেও স্বৈরাচারি হাসিনা চক্রান্ত চালাচ্ছে। নিয়ম নীতির তোয়াক্কা না করেই অবৈধভাবে বাধ ছেড়ে দিয়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের মানুষদের আজ করুণ দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। এমনকি এই দেশে এখনো তার দোসররা বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। তাই শুধু এই দেশ থেকে নয় সারা পৃথিবী থেকে আওয়ামী লীগের নাম নিশ্চিন্ন করতে হবে।

আর আমরা স্বৈরাচারি শাসন দেখতে চাইনা। আমরা যাদের ক্ষমতায় বসিয়েছি তারাই আমাদের ক্ষতি করেছে তবে এবার কোন দল বা ব্যক্তিকে সংস্কার নয় বরং সংস্কার প্রয়োজন পুরো দেশ চালানোর পদ্ধতির। বর্তমানে আমাদের বুঝতে হবে কে আমাদের ক্লান্তিকালে সহায়ক হবে কাকে নির্বাচিত করলে ইহকাল এবং পরকালে আমরা শান্তির নাগাল পাবো। সেই সাথে গণহত্যার সাথে জড়িতদের ও দূর্নীতিবাজদের গ্রেফতার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত সহ সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *