স্টাফ রিপোর্টার: বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আটকের পরে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণ করা হয়েছে সাবেক পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনকে।
শনিবার (১৭ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণের এ নির্দেশ প্রদান করেন জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়। এ সময় তার পক্ষের কোন আইনজীবী ছিলনা।
গেল শুক্রবার (১৬ আগস্ট) পৌর শহরের রিপন ওরফে বাবু বাদী হয়ে রমেশ চন্দ্র সেনকে প্রধান আসামী করে ৪০ জনের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার রাত ১১টার দিকে সদর উপজেলা রুহিয়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করেন পুলিশ হেডকোয়ার্টাস ঢাকার একটি বিশেষ টিম। গ্রেফতার করে রমেশ চন্দ্রকে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসে।
ছাত্র-আন্দোলন দমাতে হত্যার উদ্দেশ্যে তাদের মারপিট সহ গুরুতর রক্তাক্ত জখম করাসহ ১৪৩/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/১১৪সহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ০৩ ধারা মোতাবেক রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়।