রোনালদো ফুরিয়ে গেছে, ফুরোয়নি মেসি

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দেখাতে পারেননি ফর্ম। সৌদি প্রো লীগের ম্যাচে আল নাসর এফসি জয় পেলেও সমালোচনার শিকার হয়েছেন ছন্দহীন সিআরসেভেন। পর্তুগিজ সুপারস্টার ফুরিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। টেনে এনেছেন দুর্দান্ত লিওনেল মেসির তুলনা।

গতকাল রাতে প্রিন্স মোহামেদ বিন ফাহাদ স্টেডিয়ামে সৌদি প্রো লীগের ম্যাচে আল খালিজকে ১-০ গোলে হারায় আল নাসর এফসি। জয়সূচক একমাত্র গোলটি করেন ফরাসি ডিফেন্ডার এমেরিক লাপোর্তে। এদিন নব্বই মিনিট ম্যাচ খেলে বলে মাত্র ৩৬ বার পা ছোঁয়ান ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষের গোলবারের উদ্দেশে শট নেন ৩টি। সঠিক পাস দিতে পেরেছেন ৫৮ শতাংশ।

পজেশন হারিয়েছেন ১২ বার। বড় সুযোগ মিস করেছেন তিনটি। এতে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। একজন এক্সে (টুইটার) লিখেছেন, ‘রোনালদোর সময় ফুরিয়ে গেছে। মেসি তার চেয়ে অনেক ভালো।’ রোনালদোকে কটাক্ষ করে একজন লিখেছেন, ‘এখনই বেরিয়ে যাও পেনালদো।’ ঘনঘন পেনাল্টি থেকে গোল করায় রাইভাল সমর্থকরা রোনালদোকে পেনালদো নাম দিয়েছে।

নেটিজেনরা যাই বলুক, মাঠে ফিরে জয় পেয়ে আনন্দিত রোনালদো। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জয় পেয়ে আনন্দ লাগছে। এগিয়ে চলো (আল নাসর)।

গত ৯ এপ্রিল সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল হিলালের মুখোমুখি হয় আল নাসর। সেই ম্যাচে আল হিলাল ডিফেন্ডারকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় আল নাসর অধিনায়ককে। তবে ক্লাবের আপিলে এক ম্যাচের নিষেধাজ্ঞা কমে ক্রিস্টিয়ানোর।

রোনালদোর নিষ্প্রভতার দিনে এমএলএসে ছন্দ দেখান লিওনেল মেসি। আজ ভোরে ইন্টার মায়ামি-নিউ ইংল্যান্ড ম্যাচে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন সুপারস্টার। আর ইন্টার মায়ামি পায় ৪-১ গোলের বড় জয়।

২৯ ম্যাচে ২৩ জয় ও ২ ড্রয়ে ৭১ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে আল নাসর এফসি। ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল এফসি। আর ১১তম স্থানে থাকা আল খালিজের পয়েন্ট ৩৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *