পঞ্চগড়ে ৫৭ হাজার কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে মেয়েদের জরায়ুমুখ ক্যান্সাররোধে ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায় ৫৬ হাজার ৬২৩ জন কিশোরীকে টিকা প্রদান করা হবে।

বুধবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষে এক প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

সিভিল সার্জন বলেন, পঞ্চম থেকে নবম শ্রেণীর কিশোরীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেয়া হবে এবং যারা স্কুলে যাচ্ছে না তাদের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেয়া হবে। জেলার ৫টি উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৫৬ হাজার ১০৮ জন কিশোরীকে স্কুলে এবং ৫১০ জন কিশোরীকে কমিউনিটিতে এ টিকা প্রদান করা হবে।

২৪ অক্টোবর থেকে ১০ কর্মদিবসে ৫টি উপজেলার বিভিন্ন স্কুলে এবং পরবর্তি ১০ কর্মদিবসে বিভিন্ন কমিউনিটিতে সুবিধা বঞ্চিত কিশোরী অথবা যারা স্কুলে টিকা দিতে পারেনি তাদের টিকা প্রদান করা হবে বলে জানান সিভিল সার্জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *