ঠাকুরগাঁওয়ে ত্রুটিপূর্ণসহ প্রবেশপত্র না পেয়ে দুশ্চিন্তায় ১৭ জন পরীক্ষার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে প্রবেশপত্র না পেয়ে অনিশ্চয়তায় ভূগছেন ২ পরীক্ষার্থী। সাথে প্রবেশ পত্র হাতে পেয়েও দুশ্চিন্তায় ঐ স্কুলেরই ১৫ জন পরীক্ষার্থী। তারা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পরীক্ষার্থীরা বলেন, আমাদের ১৭ জনের মধ্যে ২ জন প্রবেশপত্র পাইনি এবং বাকি ১৫ জনের প্রবেশপত্রে রয়েছে নাম, জন্ম তারিখসহ নানান ধরনের ত্রুটি। সংশোধন করার জন্য নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের একাধিকবার বলা হলেও কর্ণপাত করেননি এমনো অভিযোগ করেন তারা।

আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হবে। ভূল তথ্য সংবলিত প্রবেশপত্র নিয়ে কিভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে এ নিয়ে যেমন রয়েছে দুশ্চিন্তা অন্যদিকে প্রবেশপত্র না পেয়ে অনিশ্চয়তায় ভেঙ্গে পড়েছেন ঐ স্কুলের সাগর রানা ও সুমন রানা নামে দুই শিক্ষীর্থীসহ অভিভাবকেরা। তারা বলছেন, পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারলে কি হবে আমাদের ছেলে-মেয়েদের ভবিষ্যৎ!

তবে আশার বাণি দিয়েছেন ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার। তিনি জানান, নন্দনপুর স্কুলের ১৭ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র সমস্যার বিষয়টি আমরা জানার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যারা প্রবেশপত্র পায়নি তারা আজ রাতের মধ্যেই পেয়ে যাবেন। অন্যদিকে ত্রুটি সংবলিত প্রবেশপত্র দ্রুত সমাধান করে দেওয়া হবে এবং সকলেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানান তিনি।