মসজিদের জমি দাবি করে বসতবাড়ি ভাঙচুর

ইকবাল বাহার, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় মসজিদের জমি দাবি করে বসতবাড়ি ভাঙচুর এবং গাছপালা কর্তনের অভিযোগ ওঠেছে এক স্কুলশিক্ষকসহ মসজিদ কমিটির বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ আগস্ট) পঞ্চগড় সদর থানায় অভিযোগটি করেন মো. খলিল (৬০) নামে এক ভুক্তভোগি। তিনি উপজেলার অমরখানা ইউনিয়নের জমাদারপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে, গত ২৬ আগস্ট তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- ওই এলাকার স্কুল শিক্ষক জমির উদ্দীন (৪০), স্থানীয় রমজান আলীর ছেলে সাত্তার (৫০), সাত্তারের ছেলে নয়ন (৩০), স্থানীয় আরফান (৫০) ও আনসার আলী (৫০)।

অভিযোগে উল্লেখ করা হয়, পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বসতবাড়ি করে আছেন খলিলের পরিবার। বাড়ির জমিটি মসজিদ সংলগ্ন হওয়ায় দীর্ঘদিন ধরে জমিটি মসজিদের দাবি করছে একটি মহল। আদালতে মামলাও চলছিলো বিষয়টি নিয়ে। তবে সুরাহা হবার আগেই বাড়িতে হামলা করে তারা। বাড়ির সীমানার অন্তত ২০টি ফলজ সুপারির গাছসহ বেশ কিছু বনজ গাছও কর্তন করে তারা।

এ বিষয়ে অভিযুক্ত স্কুলশিক্ষক জমির উদ্দীন বলেন, আমরা কারও বাড়ি ভাঙচুর করিনি। মসজিদের জমির কিছু গাছ কেটেছি, সেখানে মক্তবের ঘর করার জন্য। এসব আমার একক সিদ্ধান্তে হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *