ঠাকুরগাঁওয়ে ইউএনও এর ব্যতিক্রম অভিযান

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে সড়কের অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তবে এই উচ্ছেদ অভিযানে হয়নি কোন জরিমানা,ব্যবসায়ীদের বুঝিয়ে সরানো হচ্ছে অবৈধ জায়গা থেকে। যা একটি ব্যতিক্রম উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা।

রোববার (২৭ এপ্রিল) বিকেলে শিবগঞ্জ বাজার এলাকায় এমনি চিত্র চোখে পড়ে।

সারেজমিনে দেখা যায়, সদর উপজেলা নির্বাহী অফিসার গাড়ি থেকে নেমে সড়কের উপরে অবৈধ ভাবে ব্যবসা করা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। এসময় তিনি ব্যবসায়ীদের এসব অপরাধে জরিমানা বিষয়ে অবগত করেন। সেই সাথে দ্রæত সময়ে সড়কের উপর অবৈধ দখলদারী ছেড়ে দিতে বলেন।

স্থানীয়রা বলছেন পরপর দুইদিন এভাবেই বাজার এলাকায় এসে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের বুঝিয়ে বলছেন আইনের বিভিন্ন বিষয়ে। সেই সাথে অবৈধ স্থান থেকে সরেও যেতে বলছেন। কোন জরিমানা করেনি নি ইউএনও।

স্থানীয় বাসিন্দা ফারুক,জয়নাল,কুদ্দুস বলেন,প্রথমে গাড়ি দেখে ভাবলাম আজকে জরিমানা জেল সবি হবে। পরে দেখি ইউএনও কোন কিছু না করে ব্যবসায়ীদের বুঝায় বলতেছে। এটা একবারে ব্যতিক্রম। আমরা সব সময় দেখে আসছি ম্যাজিস্ট্রেট আসা মানেই জরিমানা। কিন্তু তিনি কথার উপরেই সব কিছু করতেছে। পরপর দুইদিন তিনি আসে ব্যবসায়ীদের বুঝায় বলেছেন,অনেকে কথা শুনেই দখল জায়গা ছেড়েও দিছে। এই প্রথম এমন অভিযান দেখে অনেকটাই খুশি তারা।

উপজেলা নির্বাহী অফিসার মো.খাইরুল ইসলাম বলেন, আইনের প্রয়োগ ছাড়াও মানুষকে কথার মাধ্যমে অনুপ্রাণিত করা গেলে বন্ধুকের গুলির চেয়ে কথার মূল্য অনেক শক্তিশালী হবে এটা আমি মনে করি। একটা মানুষ যদি তার কথার মর্যাদা রাখে তাহলে কেন সে আমার কথা শুনবেনা। আমিতো তার খারাপ চাচ্ছিনা। বরং আমার কথা শুনলে তার কোন ক্ষতি হচ্ছেনা জরিমানা জেল কিছু হচ্ছেনা। মানুষকে কথার মাধ্যমে অনুপ্রাণিত করা গেলে কোন কিছুর প্রয়োজন নেই। এরপরও যদি কেউ কথা না শুনে সর্বশেষ তখন আইনের প্রয়োগ করা তো লাগবেই।