টাঙ্গন ডেস্ক : ‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামুছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তিটি করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন।
শুক্রবার (১২ জুলাই) বিকাল থেকে হঠাৎ হাসপাতালের ধোয়ামুছা আর রং করা দেখে তিনি সাংবাদিকদের সামনে এই শ্লেষমাখা উক্তিটি করেছেন।
সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, তাঁর শ্লেষের রসিকতাই খাঁটি বস্তু। তাঁর উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ইংরেজি ‘মেকআপ’, মানে প্রসাধন। রসিক ছাড়া রুগ্ন হাসপাতালে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথাকে আর বলতে পারে ?
আজ শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এমপি। ঠাকুরগাঁও দর্শন শেষে মন্ত্রী পঞ্চগড়ে যাবেন।
মেডিসিন ওর্য়াডে ভর্তি আঞ্জুমান আরা লাকীর স্বামী। লাকী স্বামীর অসুস্থতার কষ্ট নিয়ে বলে উঠেন মন্ত্রী আসার কথা শোনে ‘যে ভাবে হাসপাতাল পয়পরিস্কার করা হচ্ছে-এরকম পরিস্কার প্রতিদিন করা হলেই অনেক রোগি এমনি সুস্থ হয়ে উঠবে।
শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতী। মনি বলেন হাসপাতালের চারদিক পঁচা ও ভটকা গন্ধ। হাসপাতালে ঢোকা মাত্রই বমি করি।
এ বিষয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগি তার উপরন্তু জনবল সংকট । এরপরও চেষ্টা করছি পরিস্কার রাখার।
টাঙ্গন ডেস্ক : ‘স্বাস্থ্যমন্ত্রী আসিবে বেলে কথা, তাই রাতভর এলা হাসপাতালের ধোয়ামুছা-রং দেহেনে মেকাব দিয়া সাজাইতাছে!’ এই উক্তিটি করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন।
শুক্রবার (১২ জুলাই) বিকাল থেকে হঠাৎ হাসপাতালের ধোয়ামুছা আর রং করা দেখে তিনি সাংবাদিকদের সামনে এই শ্লেষমাখা উক্তিটি করেছেন।
সন্দেহ নেই যে আনোয়ার হোসেন রসিক লোক, তাঁর শ্লেষের রসিকতাই খাঁটি বস্তু। তাঁর উচ্চারণে ‘মেকাব’ শব্দটা আসলে ইংরেজি ‘মেকআপ’, মানে প্রসাধন। রসিক ছাড়া রুগ্ন হাসপাতালে স্নো-পাউডার ইত্যাদি প্রসাধন লাগিয়ে তাকে ভদ্রস্থ করার কথাকে আর বলতে পারে ?
আজ শনিবার (১৩ জুলাই) বিকাল সাড়ে তিনটায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল ও সরকারি ক্লিনিক পরিদর্শনে আসবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন এমপি। ঠাকুরগাঁও দর্শন শেষে মন্ত্রী পঞ্চগড়ে যাবেন।
মেডিসিন ওর্য়াডে ভর্তি আঞ্জুমান আরা লাকীর স্বামী। লাকী স্বামীর অসুস্থতার কষ্ট নিয়ে বলে উঠেন মন্ত্রী আসার কথা শোনে ‘যে ভাবে হাসপাতাল পয়পরিস্কার করা হচ্ছে-এরকম পরিস্কার প্রতিদিন করা হলেই অনেক রোগি এমনি সুস্থ হয়ে উঠবে।
শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মনির নাতী। মনি বলেন হাসপাতালের চারদিক পঁচা ও ভটকা গন্ধ। হাসপাতালে ঢোকা মাত্রই বমি করি।
এ বিষয়ে হাসপাতাল তত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম বলেন ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগি তার উপরন্তু জনবল সংকট । এরপরও চেষ্টা করছি পরিস্কার রাখার।